ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০২২ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকছেন ডমিঙ্গো!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
২০২২ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকছেন ডমিঙ্গো! সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পাপন। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার (১৫ আগস্ট) এক বক্তব্যে বিষয়টি জানান।

১৫ আগস্ট 'জাতীয় শোক দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাপন জানান, ‘এটা (ডমিঙ্গোর চুক্তি বাড়ানো) নিয়ে আসলে ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ওনার মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। '

'কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্তটা আমরা তাকেও জানায়নি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কথা বলেছি কয়েক জনের সাথে। কিন্তু আরও কয়েক জনের সাথে বলতে হবে। কথা বলে তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। '- যোগ করেন তিনি।

২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে ডমিঙ্গাকে নিয়োগ দেয় বিসিবি। ২০২০ সালে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে টুনার্মেন্টটি এখন অনুষ্ঠিত হবে ২০২২ সালে। ডমিঙ্গোর অধীনে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।