ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবিতে জরুরি বৈঠকে পাপন-সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
বিসিবিতে জরুরি বৈঠকে পাপন-সাকিব

সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শনিবার (১২ মার্চ) বিসিবিতে দু'জন আলোচনা করতে এসেছেন।

তাদের সঙ্গে থাকতে পারেন বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে গত ৬ মার্চ বিজ্ঞাপনের কাজে দুবাই গিয়েছিলেন সাকিব। বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়।  

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফিরেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সদস্যরা ইতোমধ্যে দেশ ছেড়েছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, দেশে ফিরলে সাকিবের সঙ্গে তার ভবিষ্যত পরিকল্পনা জানতে বসবেন তারা। সেই পরিকল্পনার অংশ হিসেবে আজ বিসিবিতে সাকিবের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।