ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খুলশীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
খুলশীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

চট্টগ্রাম: নগরের খুলশীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নগরের খুলশী থানার ঝাউতলা রেল লাইনে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিমুলের বাড়ি নগরের আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকায়।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে আনায়নকারীর ভাষ্যমতে, এমপাওয়ারিং নেট নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠেন শিমুল। এসময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।