ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, অক্টোবর ১৪, ২০২৫
হাটহাজারীতে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি নিহত চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ

চট্টগ্রাম: হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (২৬) নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

অপি দাশ স্থানীয় মিন্টু কুমার দাশের ছেলে।  

নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।

 

তিনি বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অপি দাশকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।