চট্টগ্রাম: হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (২৬) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অপি দাশকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
এআর/টিসি