ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক! ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আসিফ চৌধুরী লিমন

চট্টগ্রাম: ধর্ষণ মামলার আসামি এম এ আসিফ চৌধুরী লিমনকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই অনুমোদন দেন।

ছাত্রদল দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

লিমন বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর হেলাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম গ্রেফতার হয়ে কারাগারে থাকার কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এম এ আসিফ চৌধুরী লিমন, হাটহাজারী থানার গড়দুয়ারা এলাকার আবু মনছুর চৌধুরী ছেলে।

গত বছরের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দারের আদালতে মামলাটি করেন ফেনী জেলার সদর থানার এক তরুণী।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণী সমাজসেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবে যুক্ত আছেন। এই সূত্রে ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। এর সূত্র ধরে ২০২০ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ সেপ্টেম্বর  ছাত্রদল নেতা ওই তরুণীকে মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে চট্টগ্রাম আসতে বলে। পরে  তরুণী নগরে আসলে নগরের বায়েজিদ থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এক বন্ধুর বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এইচ এম এ আসিফ চৌধুরী লিমন বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ হয়েছে। সেটা আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। সেটা তদন্ত হচ্ছে, সেটার প্রতিবেদন এখনো দেয়নি।  

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।