ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৮ জানুয়ারি) পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

পরে রাতেই সরেজমিন পরিদর্শনে আসেন। এ সময় পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া যায়।
পরে হাসানুজ্জামানকে জরিমানা করা হয়।  

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী হাসানুজ্জামান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনও কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপ সয়েল কর্তন করলে হাটহাজারী উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।