ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হরি মন্দিরে ধর্মসভা ও মহানামযজ্ঞ শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
হরি মন্দিরে ধর্মসভা ও মহানামযজ্ঞ শনিবার

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার টংকাবতীরকূল হরি মন্দির প্রাঙ্গণে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ জানুয়ারি) মন্দির প্রাঙ্গণে মহতী ধর্মসভার মধ্যে দিয়ে মহোৎসবের সূচনা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা ও প্রধান ধর্মীয় আলোচক থাকবেন উখিয়া কলেজের অধ্যক্ষ অজিত দাশ।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু চৌধুরী।

স্বপন কুমার দাশের সভাপতিত্বে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন বোয়ালগাঁও ব্রহ্মমঠ  ও মিশনের অধ্যক্ষ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ ও পৌরহিত্য করবেন রাধারমন সেবাশ্রমের প্রিয়ব্রত গোস্বামী।  

রাতে অনুষ্ঠিত হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।

পরেরদিন রোববার (১৫ জানুয়ারি) ও সোমবার (১৬ জানুয়ারি)  মহানামযজ্ঞ ও ভোগারতিসহ রয়েছে নানা আয়োজন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।