ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসি ও এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এর সমঝোতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
আইআইইউসি ও এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এর সমঝোতা  ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সংযুক্ত আরব আমিরাতের ইকোনমিক গ্রুপ হোল্ডিংস এর অঙ্গপ্রতিষ্ঠান এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি এর সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ফিনেন্সিয়াল সেন্টারের এমিরেটস ফিনেন্সিয়াল টাওয়ারের ইকোনমিক গ্রুপ হোল্ডিং লিমিটেডের সদর দপ্তরে সমঝোতা স্মারক স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ইকোনমিক গ্রুপ হোল্ডিংস এর চেয়ারম্যান শেখ মাজিদ বিন হামিদ আল কাসিমি, ম্যানেজিং ডিরেক্টর শেখ সুলতান, শেখ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর রাউফ আলী, আইটি ম্যানেজার আবিদীন সুলাইমান, এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি এর চিফ টেকনিক্যাল অফিসার আরিফ রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মামুন আকবর।

 

সমঝোতা স্মারকে আইআইইউসি’র পক্ষে স্বাক্ষর করেন বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি এর পক্ষে স্বাক্ষর করেন ইকোনমিক গ্রুপ হোল্ডিং লিমিটেডের নির্বাহী পরিচালক রাউফ আলী।

এই সমঝোতা স্মারকের (এমওইউ) এর ফলে আইআইইউসি হাইটেক নলেজ শেয়ারিং, আইআইইউসির গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের চাকরির সুযোগ, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, স্টাডিস ও সার্ভে, ফ্যাকাল্টি মেম্বার ও অফিসারদের ইন-প্ল্যান্ট ট্রেনিং ও স্পেশাল টেকনিক্যাল ট্রেনিং, শিক্ষার্থীদের ইন্টার্নি, প্রোজেক্ট ওয়ার্ক, আন্তর্জাতিকমানের ল্যাব তৈরি, আইটি ইনফ্রা-স্ট্রাকচার উন্নতকরণ ও ডাটা সেন্টার তৈরি, গেস্ট লেকচারস সহ আরও বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা পাবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।