ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসে লিপ্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসে লিপ্ত

চট্টগ্রামে: নগরের কাজীর দেউড়ি মোড়ে বিএনপি-জামায়াতের গাড়ি ভাংচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে এনায়েত বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি কাজীর দেউড়ি মোড় হয়ে পুনরায় এনায়েত বাজারে গিয়ে শেষ হয়।

এসময় অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মনিরুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, রুপম সরকার, জুবাইর আলম আশিক, আব্দুল্লাহ আল সাইমুন, হাসমাত খান আতিফ, শুভ দত্ত, মোহাম্মদ রুবেল নিয়াজ উদ্দিন তামিম, রাকিব চৌধুরী এবং সৌরভ চৌধুরী বাহাদুর।

সমাবেশে নেতারা বলেন, সরকারের উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জনসভার নামে গাড়ি ভাংচুর ও অগ্নিসন্ত্রাস কর্মকাণ্ড করে মানুষের মনে ভয়ের সৃষ্টি করছে।

তারই ধারাবাহিকতায় আজকের কাজীর দেউড়িতে পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ ও প্রশাসনের উপর হামলা করেছে।

এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরশেদ আলম, একে মাসুদ, আবু তাহের রানা, মোহাম্মদ হায়দার, বিধান সরকার, মোহাম্মদ শাহীন, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন রুবেল, মোহাম্মদ শুক্কুর, নির্মান শ্রমীক লীগ নেতা মোহাম্মদ জাহেদ, ছাত্রলীগ নেতা রতন চৌধুরী, আলিফ জাবেদ, ইমরান চৌধুরী ইমু, মোহাম্মদ আব্বাস উদ্দীন, মোহাম্মদ ইউসুফ মিনার. তমাল ভট্টাচার্য প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।