চট্টগ্রাম: হালিশহর বি-ব্লক এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) ব্যবসা পরিচালনাকারী এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতের এ অভিযানে র্যাবের পাশাপাশি অংশ নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
অভিযানে জব্দ করা হয়েছে হাজার হাজার সিমকার্ড, সিমবক্স, হাই-স্পিড রাউটার, গেটওয়ে ডিভাইস, সার্ভার ইউনিটসহ বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম।
র্যাব জানায়, এই সরঞ্জামের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আন্তর্জাতিক কল রিসিভ ও টার্মিনেট করে কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী বলেন, এই চক্রটি বিদেশ থেকে অবৈধ ভিওআইপি কল পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চক্রটি প্রতারণামূলকভাবে অন্যের নামে সিম সংগ্রহ করে সেগুলো ব্যবহার করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র্যাব।
এসি/টিসি