ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৫২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, জানুয়ারি ২৫, ২০২৩
চট্টগ্রামে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৫২

চট্টগ্রাম: জেলার বিভিন্ন থানায় অভিযানে ৫২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে পরোয়ানাভুক্ত ২৫ জন, মাদক মামলায় ১৭ জন, অস্ত্র মামলায় ১ জন, অন্যান্য মামলায় ১ জন ও পূর্বের মামলায় ৮ জন আসামি রয়েছে।  

এ সময় তাদের কাছ থেকে ৬৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ও একটি এলজি উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।