ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২০ এপ্রিলের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২০ এপ্রিলের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি  ...

চট্টগ্রাম: বিজিএমইএর সদস্যভুক্ত নগরের তৈরি পোশাক শিল্প-কারখানার শ্রমিকদের বেতন, ঈদের বোনাস ও অন্যান্য পাওনা ১০-২০ এপ্রিলের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন কারখানার মালিকপক্ষ।  

বুধবার (৫ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ আয়োজিত মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

 

সকাল ১১টায় খুলশীর বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিজিএমইএ ও বিকেএমইএর গাজী মো. শহীদুল্লাহ প্রমুখ।

সভায় শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বিজিএমইএ, বিকেএমইএ, সব মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস ও ঈদের ছুটি পাওয়ার ক্ষেত্রে সহযোগী ও দায়িত্বশীল মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।