ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, মে ১১, ২০২৫
চবিতে মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দক্ষ আইনজীবী ও বিতার্কিক তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাত্রা শুরু করেছে মুট কোর্ট সোসাইটি। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী লামিয়া তাজ নূর ও জেনারেল সেক্রেটারি মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী এম মনিরুল ইসলাম।

এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি মনোনীত হয়েছেন নিশাত তাসনিম।

বৃহস্পতিবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে মুট কোর্ট সোসাইটির নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

 

সংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে চারটি পৃথক সাব-কমিটি গঠন করা হয়েছে। 'সাব-কমিটি অন রিসার্চ'-এ দায়িত্ব পালন করবেন চবির আইন বিভাগের শিক্ষার্থী নূরেন শেহনিন, সৈয়দা সাদিয়া যাহারা ও ঐন্দ্রিলা বড়ুয়া।  

'সাব-কমিটি অন পাবলিকেশন'-এ রয়েছেন ইতমিনান মনির বাসিলিস, এমডি আসিফ রহমান রিয়াদ ও জান্নাতুল ফেরদৌস।  

'সাব-কমিটি অন কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট'-এর দায়িত্বে থাকবেন সানজিদা আক্তার ডোলা, ফজলে রাব্বি তৌহিদ ও কে এম মশিউর রহমান।  

'সাব-কমিটি অন ফাইন্যান্স'-এর দায়িত্বে রয়েছেন ফুয়াদ হাসান গালিব, আরমানুল হাসান মাসুম ও অন্তরা চাকমা।

উল্লেখ্য, এই সংগঠনটি চবির আইন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় গঠিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও মুটিং দক্ষতা উন্নয়নে সহায়তা করা। প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং প্রতিযোগিতার মাধ্যমে একটি সক্রিয় মুটিং সংস্কৃতি গড়ে তোলা। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এটি দক্ষ আইনজীবী ও বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এই সংগঠন কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১১, ২০২৫
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।