ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির ২৫তম ব্যাচের ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, এপ্রিল ৭, ২০২৩
চবির ২৫তম ব্যাচের ইফতার মাহফিল 

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচ-চট্টগ্রাম শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগরের সিনিয়রর্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে ব্যাচের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক সতীর্থ অংশ নেন।  

সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি সৈয়দ জাবিদ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ২৫তম ব্যাচের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. আকরাম খান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কুতুব উদ্দিন চৌধুরী বুলবুল, চট্টগ্রাম শাখার সহ সভাপতি আজিজুল হক, বাসু দেব সিংহ, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ পংকজ দত্ত, সাংগঠনিক সম্পাদক চম্পক বড়ুয়া, অ্যাডভোকেট গোকুল সিংহ রায়, ম. শামসুল ইসলাম, রওশন আকতার, সারদ নিজাম, গাজী তাহের, ওয়াহিদুল হক, তপন শর্মা, মাসউদ মোর্শেদ, ড. শ্রিবেশ প্রমুখ।

ইফতার মাহফিলে প্রয়াত সহপাঠীদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।