ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল, ঝুঁকিপূর্ণ ঘোষণা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল, ঝুঁকিপূর্ণ ঘোষণা   ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাকলিয়া থানাধীন রাজাখালীতে শুঁটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোতলা ভবনের নিচতলায় জনতা কোল্ড স্টোরেজ এর দেওয়ালের একাংশ উড়ে গিয়ে পড়েছে প্রায় ৪০ মিটার দূরে আরেকটি ভবনের দেওয়ালে।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। এ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে কোল্ড স্টোরেজটিতে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণ দিনের বেলায় হলে হতাহতের সংখ্যা বাড়তো বলে জানান স্থানীয়রা। মহিউদ্দিন নামের এক বাসিন্দা বাংলানিউজকে বলেন, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওই স্থানে বসে অনেকেই আড্ডা দেন। গার্মেন্টস কর্মীদের যাতায়াতের রাস্তাও এটি৷ 

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে দোতলা ভবনটির নিচতলায় শুঁটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে ভবনটির নিচ তলা ধসে যায়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ ঘটনায় আহত হন ৪ জন।  

বিস্ফোরণস্থলের আধা কিলোমিটার দূরে ভাড়া বাসায় থাকেন গার্মেন্টস কর্মী নূর উদ্দিন। তিনি বাংলানিউজকে বলেন, শবে কদরের নামাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ। দৌড়ে বাসা থেকে বেরিয়ে শুনি মানুষের চিৎকার। সামনে যেতেই ধোঁয়া আর ধোঁয়া। সঙ্গে শুঁটকির পোড়া গন্ধ।

জানা গেছে, জনতা কোল্ড স্টোরেজ নামের ওই শুঁটকির আড়তে ১৫ জনের শুঁটকি মজুদ রাখা ছিল। এতে কমবেশি প্রায় সবার শুঁটকি নষ্ট হয়ে গেছে। কোল্ড স্টোরেজটির পাশে আরও চারটি শুঁটকির আড়ত রয়েছে। সেখান থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে শুঁটকি।  

সরেজমিন দেখা গেছে, বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ভবনের আশপাশ। বুধবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন শুঁটকির বস্তা থেকে বের হচ্ছে ধোঁয়া। শ্রমিকরা আড়ত থেকে বের করছেন একের পর এক শুঁটকির বস্তা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ওপর ভর করেছে দুশ্চিন্তা।  

ফায়ার সার্ভিসের লামাবাজার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণে দেওয়ালের কিছু অংশ ধসে পড়েছে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাসের পাইপ বিস্ফোরণের পর আগুনে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।