ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এনসিপিকে ১০০ বর্জ্য বিন দিলেন চসিক মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, মে ১২, ২০২৫
এনসিপিকে ১০০ বর্জ্য বিন দিলেন চসিক মেয়র ...

চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমার একটাই লক্ষ্য—নগরবাসীর সহযোগিতা নিয়ে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়ে তোলা। নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি একটি নাগরিক কর্তব্য।

এ দায়িত্ব পালন করতে হলে সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।

সোমবার (১২ মে) টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের হাতে ১০০টি বর্জ্য বিন হস্তান্তরের সময় এসব কথা বলেন তিনি।

 

প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ রাফসান জানি, মো. জমির উদ্দিন ও আবদুর রহমান।  

অনুষ্ঠানে মেয়র জানান, পরিচ্ছন্ন নগর গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, স্বেচ্ছাসেবক, এমনকি সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন কিংবা বর্জ্য ব্যবস্থাপনা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আমরা দেখেছি—বিএনপি ও জামায়াতের কর্মীরাও স্বেচ্ছাশ্রমে খাল খনন করেছে। এমন ইতিবাচক উদাহরণ আমাদের উৎসাহিত করে। আমি চাই, রাজনৈতিক মতভেদ ভুলে সবাই চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখুক। কারণ চট্টগ্রাম আমাদের সবার।

আমার অভিজ্ঞতায় দেখেছি, নাগরিক সচেতনতা যত বাড়বে, তত দ্রুত নগরের পরিবর্তন সম্ভব। অনেক সামাজিক সংগঠন ও এনজিও এখন জনগণকে সচেতন করতে কাজ করছে, এটি একটি ভালো দিক। আজ এনসিপি যেভাবে চসিকের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। এভাবে সব পক্ষ যদি এগিয়ে আসে, তাহলে আমরা একটি আধুনিক, বাসযোগ্য এবং মানবিক চট্টগ্রাম গড়তে পারব।

অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১২, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।