ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তেলের ভাউচারের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, এপ্রিল ২০, ২০২৩
তেলের ভাউচারের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তেলের ভাউচারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে বড়পাড়া মাদ্রাসার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী।

নিহত জয়নাল আবেদীন জাবেদ (৪৫), একই  উপজেলার মধ্যম গাছবাড়িয়ার আবু তালেব মুন্সির বাড়ির ফারুক আহমদের ছেলে।

তিনি এনজিও প্রত্যাশীতে কর্মরত ছিলেন। আহত মো. শহিদুল আলম (৪৮), একই উপজেলার দক্ষিণ জোয়ারার মো.জাকির হোসেনের ছেলে।  

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সায়েম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তেলের ভাউচারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাবেদের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাবেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।