ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, জুন ১৪, ২০২৩
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ সূত্রধর (৪৫) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করলডেঙ্গা মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ সূত্রধর উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অনিল সূত্রধরের ছেলে।  

স্থানীয়রা জানান, একতলা ভবনের সিঁড়িঘরের ছাউনি লাগানোর সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হন পলাশ।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু বাংলানিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট পলাশ নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।