ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, জুন ২৪, ২০২৩
ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

চট্টগ্রাম: ফটিকছড়ির পাইন্দংয়ে পুকুরের পানিতে ডুবে মো. মিরাজ নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের উত্তর পাশে আকম আলি টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ পাইন্দং আরবিয়া তালিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মো. মোরশেদ আলীর একমাত্র ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি।

হঠাৎ করে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। শিশুটিকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে মৃত ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।