চট্টগ্রাম: রাউজানে এক যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে ও গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে কয়েকজন যুবক।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার মো. ফোরকান (৫২) পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ফোরকানকে আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, ফোরকানের বিরুদ্ধে বিগত সরকারের সময় মুনিরীয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। শনিবার (১৭ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ১৭, ২০২৫
এসি/টিসি