ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেল কর্মচারীদের  ‘হয়রানিমূলক’ বদলির প্রতিবাদে বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুন ২৫, ২০২৩
রেল কর্মচারীদের  ‘হয়রানিমূলক’ বদলির প্রতিবাদে বিক্ষোভ  ...

চট্টগ্রাম: রেল কর্মচারীদের বদলিকে হয়রানিমূলক আখ্যা দিয়ে ও বেতন-ভাতা সময়মতো না পাওয়ায় বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।

রোববার (২৫ জুন) সকালে ১১টার দিকে পাহাড়তলী ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দাবি-দাওয়া উপস্থাপন করেন শ্রমিক লীগ নেতারা।

এ সময় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লোকমান হোসেন, সহ সভাপতি শহীদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাইমুম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান,সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।