ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, জুলাই ৪, ২০২৩
মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: খাতুনগঞ্জে মরিচের গুঁড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর মেশানোর দায়ে সিলগালা করা একটি মসলার মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

মঙ্গলবার (৪ জুলাই) সকালে অভিযান চালিয়ে খাতুনগঞ্জের আলম ক্রাসিং মিল মালিককে এই জরিমানা আদায় করা হয়।

এ সময় ওই দোকান মালিক থেকে মুচলেকাও নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।

এ সময় জেলা কার্যালয়ের পরিচালক নাসরিন হক উপস্থিত ছিলেন।

আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, খাতুনগঞ্জে মরিচের গুঁড়ার ক্ষতিকর রং মেশানোর দায়ে গত ২০ জুন একটি মিল সিলগালা করা হয়। পরে আজকে সে মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া নগরের বক্সিরবিট কাঁচা বাজারে মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়। পরবর্তীতে কোতোয়ালী থানা এলাকার দুটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১৪ হাজার জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।