ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তার পাশে পড়েছিল মরদেহ, উদ্ধার করলো পুলিশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জুলাই ১৫, ২০২৩
রাস্তার পাশে পড়েছিল মরদেহ, উদ্ধার করলো পুলিশ  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় রাস্তার পাশ থেকে মো. আল-আমিন নামের (৩৫) বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গাবতল এলাকার এনডিই কোম্পানি লিমিটেডের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।