ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শোক দিবসে এনায়েত বাজারে ছাত্রলীগের খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, আগস্ট ১৫, ২০২৩
শোক দিবসে এনায়েত বাজারে ছাত্রলীগের খাবার বিতরণ ...

চট্টগ্রাম: নগরের এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং অসহায়-মেহনতি মানুষকে খাবার বিতরণ।

এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ দত্তের তত্ত্বাবধানে শোক দিবস পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল, ইসমাইল সাকিব, অন্তর হোড়, টিপু দে, খায়রুল ইসলাম,
মোহাম্মদ নিয়াজ উদ্দিন তামিম, নুর উদ্দিন রাকিব, রতন চৌধুরী, দিব্য খাস্তগীর, অর্ঘ্য বণিক, পরাগ বিশ্বাস, মুশফিক হোসেন সাজিদ, অয়ন বড়ুয়া, অর্ঘ্য বিশ্বাস শিষ্য, রিফাত ইসলাম, অমিত ঋষি, মেহেরাজ আলিফ, মোহাম্মদ তৌহিদ, আজিজ রাহাত, আকিল, ইমতি, তামিম, তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।