ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে শ্রমিকদের মারামারি, দেরিতে যাত্রা কর্ণফুলী এক্সপ্রেসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, সেপ্টেম্বর ৬, ২০২৩
রেলওয়ে শ্রমিকদের মারামারি, দেরিতে যাত্রা কর্ণফুলী এক্সপ্রেসের প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের হালিশহর এলাকায় রেলওয়ে শ্রমিকদের মারামারির কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস।

বুধবার (৬ সেপ্টেম্বর) হালিশহর রেলওয়ে সিজিএ জংশনে রানিং স্টাফ ও ওয়ে ম্যানদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

যার কারণে ট্রেনের ইঞ্জিন সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেনি।  

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, বন্দর পোর্ট কলোনিতে রেলওয়ের শ্রমিকদের মধ্যে ঝামেলার কারণে স্টেশনে ঠিক সময়ে ইঞ্জিন আসেনি।

যার কারণে সকাল ১০ টার কর্ণফুলী এক্সপ্রেস সকাল ১১টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায়।

এদিকে, ট্রেন চালকের সঙ্গে ওয়ে ম্যানের বাকবিতণ্ডার জের ধরে দুপক্ষের মারামারিতে বন্ধ রয়েছে মালবাহী ট্রেন চলাচল।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি=

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।