ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিইসি মোড়ের বিলবোর্ড মালিকরা সময় নিলেন একদিন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, মে ১৮, ২০২৫
জিইসি মোড়ের বিলবোর্ড মালিকরা সময় নিলেন একদিন ...

চট্টগ্রাম: নগরের জিইসি মোড়ের আলোচিত ডিজিটাল বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে বিলবোর্ড মালিকরা এক্সপার্ট এনে ডিজিটাল বিলবোর্ড খুলে নিতে এক দিন সময় নিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছ থেকে।

 

রোববার (১৮ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে বড় বড় ক্রেন, লোকবলসহ চসিকের ভ্রাম্যমাণ আদালত বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেন।  

এরপর অ্যাডফ্রেম নামের বিজ্ঞাপনী সংস্থা চসিক কার্যালয়ে যোগাযোগ করেন।

তারা এক দিনের মধ্যে নিজ দায়িত্বে বিলবোর্ড সরিয়ে নেওয়ার মুচলেকা দেন।  
 
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জনস্বার্থে জিইসি মোড়ের ডিজিটাল বিলবোর্ড উচ্ছেদে চসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছিল। এরপর বিজ্ঞাপনী সংস্থাটির লোকজন মেয়রের সঙ্গে যোগাযোগ করে। তারা ঢাকা থেকে এক্সপার্ট এনে ডিজিটাল বিলবোর্ড খুলে নিতে এক দিনের সময় চায় এবং মুচলেকা দেন। এরপর মেয়র মহোদয় নির্দেশে অভিযান স্থগিত করা হয়।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।