ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, সেপ্টেম্বর ৬, ২০২৩
সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার ....

চট্টগ্রাম: সাতকানিয়া থানা কালিয়াইশ ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র (এলজি) ও গুলিসহ মো. সাজ্জাদ হোসেন শিবলু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিন নম্বর ওয়ার্ড রসুলাবাদ রমজুর বাপের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন শিবলু, একই এলাকার  মৃত আলী হোসেনের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন শিবলুকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সাজ্জাদকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।