ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কথা কাটাকাটির জেরে তৃতীয় দিনের মতো চলছে চবি ছাত্রলীগের সংঘর্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
কথা কাটাকাটির জেরে তৃতীয় দিনের মতো চলছে চবি ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। সংঘর্ষ উভয় পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে ১১টা থেকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে চবির শাহজালাল ও শাহ আমানত হলে সংঘর্ষ চলছে।

বিবাদে জড়ানো পক্ষ দুইটি হলো- শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও সিক্সটি নাইন।

এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের র‍্যাগ-ডে উদ্‌যাপনের সময় সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ ও কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।  

প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এমএ/টিসি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।