ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আবুধাবি থেকে এলো আবদুল হামিদের লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, অক্টোবর ১০, ২০২৫
আবুধাবি থেকে এলো আবদুল হামিদের লাশ ...

চট্টগ্রাম: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে রাউজানের জুলাই যোদ্ধা আবদুল হামিদের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

গত ২২ সেপ্টেম্বর তিনি আবুধাবিতে মারা যান।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১২৮ ফ্লাইটে তার লাশ আনা হয়।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

রাউজানের সহকারী কমিশনার (ভূমি) আংচিং মারমার উপস্থিতিতে লাশ গ্রহণ করেন মরহুমের ভাই মো. সোহেল।

আবদুল হামিদ রাউজান নোয়াপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের আবদুচ সালামের ছেলে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।