ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নোংরা পরিবেশে লাড্ডু তৈরি, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, অক্টোবর ৫, ২০২৩
নোংরা পরিবেশে লাড্ডু তৈরি, জরিমানা

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি ও লাড্ডু তৈরি করায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সাতকানিয়া উপজেলার ছদাহা দস্তির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, নোংরা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি, লাড্ডু ইত্যাদি খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।