ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মে ১৯, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে  শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘অ্যাসেসমেন্ট অব সিএলও-পিএলও-পিইও” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হযেছে।

রোববার (১৮ মে) নগরের বায়েজিদ, আরেফিন নগরে ইউনিভার্সিটির হল রুমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে রিসোর্স পারসন ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক পিইঞ্জ এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষদের ডিন, অধ্যাপক, বিভাগীয় প্রধান সহ শিক্ষকরা।

ড. সুদীপ কুমার পাল বিএসি অ্যাক্রেডিটেশন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও এভিডেন্স উপস্থাপনসহ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সিএলও—পিএলও—পিইও অ্যাসেসমেন্ট সম্পর্কে বিশদভাবে পর্যালোচনা করেন। প্রতিটি কোর্সের সঠিক আউটকাম নির্ধারণের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষকের মনোযোগ ও যথাযথ ভূমিকার উপর তিনি গুরুত্বারোপ করেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।