ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি: শেষ পরীক্ষায় অনুপস্থিত ৯৫১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, অক্টোবর ৫, ২০২৩
এইচএসসি: শেষ পরীক্ষায় অনুপস্থিত ৯৫১ 

চট্টগ্রাম: ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা।  

এদিন মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৯০৩ জন।

যার মধ্যে ১১৩টি কেন্দ্রে ৯৭ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ৯৫১ জন।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৯৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।