ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী খুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, অক্টোবর ৮, ২০২৩
রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী খুন প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় মনজুর হোসেন (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

নিহত মনজুর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মনজুর ও তার এক বন্ধু শান্তিনিকেতন এলাকায় কথা বলছিল। সেখানে তাদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। তার দুই পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।  

স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নদী থেকে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।