ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, অক্টোবর ১৩, ২০২৩
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী 

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানা যায়।

 

২০২২ সালের ২৮ মে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু মারা যাওয়ায় পদটি শূন্য হয়। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।