ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, ডিসেম্বর ১৯, ২০২৩
বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু 

চট্টগ্রাম: বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

অরিত্রী চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।

অরিত্রী এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিলো।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার সময় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তার আত্মীয় রাজীব পালিত বলেন, সোমবার (১৮  ডিসেম্বর) সন্ধ্যায় পূজার আসনে দেওয়া মোমবাতির থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয় অরিত্রী। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতেই অরিত্রীকে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সকল চেষ্টা বিফল করে দিল মেয়েটি। মঙ্গলবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।