ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২ হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, ডিসেম্বর ১৯, ২০২৩
২ হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩ ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১৭ লিটার চোলাই মদ ও  চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ময়দার মিল টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- সিংকল চাকমা (২৮), লক্ষীধন তঞ্চঙ্গ্যাঁ (২৪) ও উজ্জল মনি চাকমা (৩৮)।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় ২ হাজার ১৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১টি প্লাস্টিকের ড্রাম, ২টি প্লাস্টিকের জার, ২০টি প্লাস্টিকের বোতল, ২টি বড় পাতিল এবং ১টি চোলাই মদ তৈরির কাজে বিশেষভাবে তৈরি ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাইপ সংযুক্ত পাতিল জব্দ করা হয়েছে।  

তিনি আরও জানান, গ্রেফতাররা পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে দেশীয় চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। এরপর ভাড়া বাসায় চোলাই মদের কারখানা স্থাপন করে চোলাইমদ উৎপাদন করে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।