ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১২ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, ডিসেম্বর ২০, ২০২৩
১২ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মো.এনামুল হক মানিক (৪০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় বড় কবর স্থানের দাঁতের মাজন ফ্যাক্টরীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মো. এনামুল হক মানিক, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকালি পসি ব্যাপারী বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রৌফাবাদ বড় কবর স্থানের দাঁতের মাজন ফ্যাক্টরীর সামনে থেকে ১২ কেজি গাঁজাসহ এনামুল হককে গ্রেফতার করা হয়।

এ সময় একজন পালিয়ে যায়। একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।