ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এমএ লতিফের সমর্থনে যুবলীগের কর্মী সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এমএ লতিফের সমর্থনে যুবলীগের কর্মী সভা

চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এম আবদুল (এম এ) লতিফের সমর্থনে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মহানগর যুবলীগের উদ্যোগে ২৯ নং মাদারবাড়ি ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আফছারের সভাপতিত্বে এবং মো. শাহিন সরোয়ার ও আহমেদ রহিম চৌধুরী, জসিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ডের কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এম আবদুল লতিফ, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, ৩০নং মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুল হক পেয়ার, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সাজিত, সাইফুদ্দিন আহম্মদ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুর রহমান তুষার, মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজিবুল হাসান রাজন, ২৯নং মাদারবাড়ি ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি নুর আলমগীর চৌধুরী,  যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ৩০নং ওয়ার্ড যুব সংগঠক রোকনুজ্জামান রাশেদ, ইকবাল হোসেন, যুবলীগ নেতা শান্তা হাসান, মারুফুল ইসলাম মারুফ, ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল গনি রিপন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে যে সকল অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদের মোকাবেলা করে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে চট্টগ্রাম-১১ আসন উপহার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।