চট্টগ্রাম: কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) রাতে নগরের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করা হয়।
এ ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিংভো অ্যাপারেলস এর এমডি মতিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে সোমবার (২৬ মে) চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়। তারও আগে ১৭ মে রাতে কারখানা থেকে ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয় পোশাক কারখানার মালিক সাহেদুল ইসলাম ও ইউনিফর্ম তৈরির কার্যাদেশ নিয়ে আসা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে। এছাড়া রাঙামাটির কাপ্তাইয়ের মংহ্লাসিং মারমাকে (৩৭) আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন। মংহ্লাসিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল।
এসি/টিসি