ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিএনপির যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, ডিসেম্বর ২২, ২০২৩
চট্টগ্রামে বিএনপির যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ২

চট্টগ্রাম: মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।  

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পরে নগরের বন্দর থানার কলসি দিঘি সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদার।  

তিনি বলেন, একটি পুরাতন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

অন্যদিকে এম এ আজিজ ও আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।