ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ডিসেম্বর ২৩, ২০২৩
বোয়ালখালীতে আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো.সাইফুদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

মো.সাইফুদ্দিনের ছোট ভাই মো.খোরশেদ আলম জানান, ১৮ ডিসেম্বর দুপুরে কধুরখীল মুক্তিযোদ্ধা রিভার ভিউ এলাকার একটি চায়ের দোকানে সিলিন্ডারের ছড়িয়ে পড়া গ্যাসে আগুনে দগ্ধ হন সাইফুদ্দিন। তিনি ৪ সন্তানের জনক এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আপির বাপের বাড়ির মো.নুরুল আলমের ছেলে।

 

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।