ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, ডিসেম্বর ২৩, ২০২৩
নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার ...

চট্টগ্রাম: রাউজানে নাশকতা মামলার আসামি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।  

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুরুল হুদা উপজেলার লেলাংগারা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বহদ্দারহাট মোড় থেকে নাশকতার মামলার আসামি মো. নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩১ অক্টোবর অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাউজানে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে রাউজান এবং নগরীর কোতোয়ালীতে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টায় ২টি মামলা রয়েছে। আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।