ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তার আইল্যান্ডে ধাক্কা লেগে প্রাণ গেল প্রবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, ডিসেম্বর ২৩, ২০২৩
রাস্তার আইল্যান্ডে ধাক্কা লেগে প্রাণ গেল প্রবাসীর

চট্টগ্রাম: কর্ণফুলীতে রাস্তা পারাপারের সময় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মো. নাছির নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দৌলতপুর পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাছির বড়উঠান ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের লাতু মাঝির বাড়ির মো. জাহেদুল হকের পুত্র। সে দৌলতপুর নাছির কনভেনশন হলের মালিক।

কর্ণফুলি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) স্বপন কুমার দাশ বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় রাস্তা পারাপার হতে গিয়ে নাছির নামে এক প্রবাসীর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বাড়ি যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার আইল্যান্ডের ওপর মুখ থুবড়ে পড়ে। এতে নামে মুখে প্রচন্ড আঘাত পায়। পবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।