ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসামাজিক কার্যকলাপের দায়ে ১৪ নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, ডিসেম্বর ২৫, ২০২৩
অসামাজিক কার্যকলাপের দায়ে ১৪ নারী-পুরুষ আটক ...

চট্টগ্রাম: চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) বহদ্দারহাট মোড় এলাকায় বিভিন্ন হোটেলে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৮ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।