ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বতন্ত্র প্রার্থীর মামলা

পটিয়ায় চেয়ারম্যান সমিতির সভাপতিসহ ৪ জনের জামিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
পটিয়ায় চেয়ারম্যান সমিতির সভাপতিসহ ৪ জনের জামিন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সহ ৪ জনকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

চট্টগ্রাম: পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর মামলায় জামিন পেয়েছেন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমসহ ৪জন।  

অন্যরা হলেন- পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা আবু তৌহিদ ও আবু জাহেদ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পটিয়া সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নৌকার সমর্থিত চেয়ারম্যানসহ ৪ জন জামিন পেয়েছেন।

গত ২০ ডিসেম্বর পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী গণসংযোগে গেলে দলের ক্ষুব্ধ লোকজন গাড়ির চাকা প্যাংচার করে দেন।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ভাগিনা এমদাদ হোসেন খান বাদী হয়ে চেয়ারম্যান আবুল কাসেমসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। গত ২২ ডিসেম্বর সকালে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়৷ এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়।  

জামিন পাওয়ার চারজনকে ফুলেল শুভেচ্ছা জানান পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, চেয়ারম্যান জাকারিয়া ডালিম, চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, শাহীনুল ইসলাম শানু, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দীন।  

পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর দায়েরকৃত মিথ্যা মামলায় জামিন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।