ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁও ও কোতোয়ালীতে ১৬ জুয়াড়ি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, ডিসেম্বর ৩০, ২০২৩
চান্দগাঁও ও কোতোয়ালীতে ১৬ জুয়াড়ি আটক  ...

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও ও কোতোয়ালীতে পৃথক অভিযান চালিয়ে ১৬ জুয়াড়ি আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহরা কবির টাওয়ারের পিছনে এয়ার মোহাম্মদ সড়ক লাল মিয়ার বাড়ি হারুনের বিল্ডিংয়ের ৩য় তলায় মিলনের রুম থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করা হয়। জব্দ করা হয় ১১১টি তাস, জুয়ার বোর্ড ও নগদ ১৫৪০ টাকা।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, নিউ মার্কেট দোস্ত বিল্ডিং ৩য় তলায় শিল্পী একাডেমীর কক্ষে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বান্ডেল তাস ও নগদ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. শাহজাহান (৫৫), মো. জাহাঙ্গীর আলম (৩৭), মইন উদ্দিন (৪২), মো. জাকির (৪৮), এসএম শাহ আলম (৬০) ও মো. সেলিম (৪২)।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।