ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালংকার লুট

চট্টগ্রাম: বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করেছে ডাকাতদল।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌণে দুইটার দিকে উপজেলার মধ্যম শাকপুরার ৪ নম্বর ওয়ার্ডের শাহ আমানত ভবনে এ ঘটনা ঘটেছে।

ডাকাতদল সাত পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬টি মোবাইল, ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন ভবনের মালিক মো. সাবের।  

তিনি জানান, ডাকাতদল পুলিশ পরিচয় দেওয়ায় দরজা খুলেছিলাম।

তারা তল্লাশির নাম করে এ ঘটনা ঘটিয়েছে। তাদের সবার কাছে বন্দুক ছিলো। সংখ্যায় ১০-১২ জন হবে।

ভবন মালিক আরও জানান, দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাকাত পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে স্বর্ণ ও স্মার্ট মোবাইল নিয়ে নেয়। একই কায়দায় প্রতিটি ঘরে ডাকাতদল প্রবেশ করে মালমাল লুট করে। এসময় পরিবারের সদস্যদের চড় থাপ্পড়ও মারে তারা।

পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বোয়ালখালী থানা পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য পরিমল দাশ বলেন, পুলিশ পরিচয় দিয়ে শাহ আমানত ভবনের সাতটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এই এলাকায় রাতে পুলিশ টহল জোরদার করার অনুরোধ জানান তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনে কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন দেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।