ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় সামশু-মোতাহের সহ ৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
পটিয়ায় সামশু-মোতাহের সহ ৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

চট্টগ্রাম: পটিয়ায় আওয়ামী লীগের সাবেক দুই এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে পটিয়া থানায়।

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নং ওয়াডের তালুকদার বাড়ীর বকসুর পুত্র মো. বাবু বাদী হয়ে পটিয়া থানায় এ বিস্ফোরক মামলাটি দায়ের করেন।

মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক হুইপের ছোট ভাই মোহাম্মদ ফৌজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বত, হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, কোলাগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউপি সাবেক চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, কুসুমপুরা ইউপি সাবেক চেয়ারম্যান জাকারিয়া ডালিম, জিরি ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, আশিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, জঙ্গল খাইন ইউপি সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, বড়লিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, কেলিশহর ইউপি সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ধলঘাট ইউপি সাবেক চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, হাইদগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান বদরুউদ্দিন মো. জসিম প্রকাশ বি এম জসিম, দক্ষিণ ভূর্ষি ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ভাটিখাইন ইউপি সাবেক চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন, কচুয়াই ইউপি সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম, খরনা ইউপি সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউপি সাবেক চেয়ারম্যান মো. এহসানুল হক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, সাবেক পৌর কাউন্সিলর প্রকৌশলী রুপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, সরওয়ার কামাল রাজিব, আ. লীগ নেতা লিটন বড়ুয়া, ডি এম জমির উদ্দিন, মোজান্মেল হক লিটন। এছাড়া আরও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


 
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, মঙ্গলবার রাতে থানায় একটি বিস্ফোরক আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় ৬৮ জনকে এজহার ভুক্ত আসামী ছাড়াও আরো ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।