ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় আগুনে পুড়লো ৮ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, জানুয়ারি ১, ২০২৪
আনোয়ারায় আগুনে পুড়লো ৮ বসতঘর ...

চট্টগ্রাম: আনোয়ারার বারশত ইউনিয়নের কালিবাড়ি হিন্দুপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৮ বসতঘর পুড়ে গেছে।  

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- বংশী নাথ, গৌরাঙ্গ মোহন নাথ, দিলীপ কুমার নাথ, কাজল নাথ, প্রকাশ নাথ, লিটন নাথ, দিপন নাথ ও সঞ্জু বালা দেবী।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মংসুইনু মারমা জানান, সন্ধ্যায় খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।