ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুবিধাভোগীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
সুবিধাভোগীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চটগ্রাম: চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকারের আমলে যারা সুবিধাভোগী হয়েছেন তারা করুণার পাত্র নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ক্ষুধামুক্ত এবং গৃহহীনদের ঠিকানা দিয়েছেন, তা একটি রাষ্ট্রীয় দায়বোধ।

বর্তমান সরকারের এই অঙ্গীকার পালনের ধারাবাহিকতা রক্ষায় আমাকে যদি আপনারা কাজ করার সুযোগ দেন এবং নৌকা প্রতীকে ভোট দেন তাহলে আমার জীবন আপনাদের জন্য নিবেদিত থাকবে।  

সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম-৯ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, যারা সুবিধাভোগী হয়েছেন তারা আশা করি আপনার নিজের পায়ে দাঁড়িয়ে আপনাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের কাজে লাগবেন। একজন ভালো মানুষ আরও অনেককেই ভালো করতে পারে। একজন খারাপ মানুষ পুরো পৃথিবীটাকেই উল্টে দিতে পারে।  

এ সময় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সদস্য পেয়ার মোহাম্মদ, কাউন্সিলর রুমকি সেন গুপ্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।